মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিমের দাম বাড়তি, সবজিতে কিছু কমেছে, একই রয়েছে তেল

প্রতিনিধি: / ২৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে ডিমে দাম। ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এদিকে সয়াবিন তেলের দাম বাড়নোর কথা থাকলেও তা কার্যকর হয়নি। আগের অনুপাতেই বিক্রি হচ্ছে তেল। তবে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সব মিলিয়েই ভোক্তাদের মাঝে কিছু পণ্যেই স্বস্তি আবার কিছু পণ্যেই অস্বস্তি বিরাজ করছে। 

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলু ও পেঁপের দাম এখন বেশ কম। রামপুরা বাজারের সামনে একটি ভ্যানে ৬ কেজি আলু বিক্রি হচ্ছিল ১০০ টাকায়। বাজারের ভেতরে আলু কিনতে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকার বেশি গুনতে হচ্ছে না। একইভাবে ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে। পটলের দাম আগের মতোই প্রতি কেজি ৭০-৮০ টাকায় রয়েছে। কিছুটা কমেছে বেগুনের দাম। বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। যা গত সপ্তাহেও ছিল ১২০-১৬০ টাকা। মুলা, শশা, কচুর মুখিসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। কমেছে কাঁচা মরিচের দামও। প্রতি কেজি কাঁচা মরিচ ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।  গত সপ্তাহ পর্যন্ত ১৬০ টাকার নিচে কাঁচা মরিচ বিক্রি হয়নি। বাজারে শীতকালীন আগাম সবজি শিম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিক্রি হচ্ছে ২০০-২৬০ টাকা কেজি। ঢ্যাঁড়স, ঝিঙে, কইডা, কাকরোলসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি দরে। বাজারে নতুন আসা বরবটি এখনো ১০০ টাকা কেজি।

এদিকে বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। সপ্তাহ দুয়েক আগে ১৪০ টাকা ডজনের মধ্যেই ছিল। তবে বড় বাজারে ডিম এখনো আগের দামে মিলছে। এছাড়া ফার্মের মুরগির মধ্যে সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৯০-৩১০ টাকা কেজি।

গত সপ্তাহে এই মুরগির দাম ছিল ৩২০ টাকা কেজির উপরে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি।

অন্যদিকে সয়াবিন তেলের দুই লিটারের বোতল বিক্রি হচ্ছে ৩৭৫-৩৭৮ টাকা। এ দাম আগেও ছিল। এছাড়া পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯২০-৯২২ টাকা। বাজারে খোলা সয়াবিন তেলের দামও আগের মতোই রয়েছে। প্রতি লিটার ১৮৫-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটার।

যদিও ডালের দাম গত দুই সপ্তাহে বেড়েছে। বাজারে চিনি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা কেজি। ছোট দানার মসুর ডাল ১৫০-১৬০ টাকা, মাঝারি দানার ১৩০-১৪৫ টাকা আর বড় দানার ডাল বিক্রি হচ্ছে ১১৫-১২৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম স্থির আছে ৭০-৮০ টাকা কেজিতে।


এই বিভাগের আরো খবর