সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডা. এজাজ ফের ভাইরাল

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেতা এবং চিকিৎসক ডা. এজাজুল ইসলাম আবারও প্রমাণ করলেন, বিনয় এবং মানবিকতার দিক থেকে তিনি সত্যিই অনন্য। সম্প্রতি তার একটি সাধারণ বাসযাত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা তার মানবিক গুণাবলীর পরিচায়ক। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকাল ১০টায়। ময়মনসিংহ থেকে ঢাকায় আসছিলেন এক যাত্রী, যিনি রাজিব পরিবহনের বাসে উঠেছিলেন। ওই যাত্রী ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি জানান যে গাজীপুর চৌরাস্তা থেকে বাসে উঠেন ডা. এজাজুল ইসলাম। সাধারণ পোশাক পরিহিত এই তারকা, যিনি পরিচিত একটি নাম, সোজা চলে যান ড্রাইভারের পাশে বসার জায়গায়। তার উপস্থিতি সবাইকে অবাক করে দেয়, অন্য যাত্রীরাও সিট অফার করেন তবুও তিনি গ্রহণ করেননি। আমার পাশের সিট খালি হলে আবার তাকে ডাকলে উনি বরং অন্য এক যাত্রীকে বসতে বলেন। তিনি আরও জানিয়েছেন, চিকিৎসক বা ডাক্তারদের কাছে গেলে সাধারণত দূরত্ব থাকে, কিন্তু ডা. এজাজুল ইসলামের মতো একজন বড় ডাক্তার ও গুণী অভিনেতার এই সাধারণ ও ভদ্র আচরণ আমাদের মুগ্ধ করেছে। এদিকে, পোস্টটি শেয়ার হওয়ার পর মুহূর্তেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই এই পোস্টে প্রশংসা জানিয়ে লিখেছেন, এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। আরেকজন মন্তব্য করেছেন, এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান। ডা. এজাজুল ইসলামের জীবনযাপন শুধুমাত্র তার পেশাগত জীবনেরই চিত্র নয়, বরং তিনি একজন অভিনেতা হিসেবেও সমাদৃত। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতে কাজ করছেন। প্রয়াত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাতে অভিনয়ে আসা এই অভিনেতা, তার রচিত নাটক ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। ডা. এজাজুল ইসলাম ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত হলেও তার খ্যাতি এবং মানবিকতার গুণ তাকে সকলের কাছে শ্রদ্ধা এনে দিয়েছে। বিনয়ী আচরণ, সরল জীবনযাপন এবং মানবিক মানসিকতা তাকে দর্শক ও সহকর্মীদের কাছে বিশেষ স্থান দিয়েছে।

 


এই বিভাগের আরো খবর