বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে হামজারা

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে প্রথম লেগে হারের পর বাংলাদেশ দল এবার অ্যাওয়ে ম্যাচে ভুল শুধরে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। হংকংয়ে পৌঁছে বাংলাদেশ দল প্রথম দিন ভ্রমণক্লান্তি কাটাতে রিকভারি সেশন করে। দ্বিতীয় দিন থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের ফিটনেস ও কন্ডিশনিংয়ের উপর বিশেষ জোর দিয়েছেন, যেন টানা খেলার ধকল ও ইনজুরি এড়িয়ে সেরা পারফরম্যান্স নিশ্চিত করা যায়। দলের জন্য সুসংবাদ হলো, ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন অভিজ্ঞ সেন্টার ডিফেন্ডার তপু বর্মণ। আজ ম্যাচের শুরু থেকেই তিনি খেলার জন্য প্রস্তুত রয়েছেন, যা রক্ষণভাগে দলকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা ঘরের মাঠে হওয়া ভুলগুলো হংকংয়ের মাটিতে আর পুনরাবৃত্তি করতে চান না। তারা এশিয়ান কাপ বাছাইয়ের দৌড়ে টিকে থাকতে এই ‘ডু অর ডাই’ ম্যাচে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী। গত বৃহস্পতিবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে উপস্থিত ছিলেন হংকংয়ের শতাধিক দর্শক। বাংলাদেশে থেকে অবশ্য খেলা দেখতে যাওয়ার সংখ্যাটা অবশ্য কম। তবে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি থাকবে ঠিকই। দেশের ফুটবলপ্রেমীদের টিভি বা মোবাইলের পর্দায় চোখ রাখা ছাড়া কোনো বিকল্প নেই। ম্যাচটি সরাসরি দেখা যাবে ওটিটি অ্যাপ বঙ্গতে।


এই বিভাগের আরো খবর