স্পোর্টস: গোল, অ্যাসিস্ট আর জয়-সব কিছুই ঠিকঠাক চলছিল কিলিয়ান এমবাপের জন্য। কিন্তু ম্যাচের শেষভাগে চোট পেয়ে মাঠ ছাড়তেই বদলে গেল দৃশ্যপট। প্যারিসে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে এক গোল ও এক অ্যাসিস্ট করেন এমবাপে। দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচ শেষ করতে পারেননি তিনি, চোট নিয়ে মাঠ ছাড়েন ৮৩তম মিনিটে।
দলের নেতৃত্বে থাকা এই ফরোয়ার্ডের মাঠ ছাড়ার পর থেকেই দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ-দুই শিবিরেই। কেননা চলতি মৌসুমে অভাবনীয় ফর্মে আছেন ২৬ বছর বয়সী এই তারকা। ক্লাব ও দেশের হয়ে ১৫ ম্যাচে করেছেন ১৭ গোল, অ্যাসিস্ট করেছেন আরও কয়েকটি। টানা ১০ ম্যাচে গোল পাওয়া এই ফরাসি অধিনায়ক এখন দলের অনুপ্রেরণার প্রতীক।
তবে সেই ধারায় এবার বাধা হয়ে দাঁড়াতে পারে পুরোনো ইনজুরি। ম্যাচের পর ফ্রান্স কোচ দিদিয়ে দেশম জানান, “কিলিয়ান আগের সেই গোড়ালিতেই আবারও আঘাত পেয়েছে। বিশ্রামে থাকলে ব্যথা কমে যায়, কিন্তু ম্যাচে ধাক্কা লাগলে সমস্যা বাড়ে। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।”
দেশম আরও বলেন, “কিলিয়ান দারুণ ফর্মে আছে। সেপ্টেম্বরেও সে এভাবেই খেলেছে। কিন্তু তার গোড়ালিতে আগেও জখম ছিল, আর ঠিক সেই জায়গাতেই আবার আঘাত পেয়েছে। ব্যথা বাড়তে থাকায় মাঠ ছেড়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ মনে করেছে সে।”
ফরাসি মিডিয়ার খবর অনুযায়ী, ম্যাচের আগে এমবাপে আলাদা অনুশীলন করছিলেন। ফিজিওর সবুজ সংকেত পেয়ে নামেন মাঠে। প্রথমার্ধে ছয় ডিফেন্ডার কাটিয়ে অসাধারণ একক প্রচেষ্টায় গোল করেন তিনি, পরে রাবিওর গোলে অ্যাসিস্ট দেন। কিন্তু শেষ দিকে ব্যথা বাড়তে থাকায় মাঠ ছাড়তে বাধ্য হন।
ফ্রান্সের পরবর্তী ম্যাচ আগামীকাল সোমবার আইসল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে এমবাপেকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে রিয়াল মাদ্রিদেও, কারণ তাদের সামনে টানা তিন কঠিন প্রতিপক্ষ-২০ অক্টোবর গেতাফে, ২৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস এবং ২৬ অক্টোবর এল ক্লাসিকোতে বার্সেলোনা।
রিয়াল সমর্থকদের আশঙ্কা, এই চোট যদি গুরুতর হয়, তাহলে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে হয়তো দেখা নাও যেতে পারে এমবাপেকে। তার অভাব পূরণ করা কঠিনই হবে-বিশেষত এমন সময়ে, যখন তার গোলেই রিয়াল লা লিগার শীর্ষে।