বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চাঁদা দাবিতে হুমকি পেলেন রিঙ্কু সিং

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ভারতের টি-টোয়েন্টি তারকা রিঙ্কু সিংকে দাউদ ইব্রাহিম চক্র পরিচয়ে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ তাকে হুমকি দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম ‘আজ তক’-এর রিপোর্ট অনুযায়ী, রিঙ্কুর কাছ থেকে ৫ কোটি রুপি চাওয়া হয়েছিল। না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নাভিদ নামের দু’জনকে গ্রেফতার করেছে। তারাই রিঙ্কুকে হুমকি দিয়েছিলেন বলে খবর। রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিন বার রিঙ্কুর কাছ থেকে টাকা দাবি করা হয়। রিঙ্কুর ম্যানেজারকে ইমেইল করে হুমকি দেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা নিজেদের ‘ডি কোম্পানি’র সদস্য বলে পরিচয় দিয়েছেন। হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হন রিঙ্কু। দিলশাদ ও নাভিদকে ত্রিনিদাদ ও টোব্যাগো থেকে গ্রেফতার করে ভারতে ফিরিয়ে প্রত্যর্পন করা হয়েছে বলে খবর। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। তার কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে আততায়ীর হাতে নিহত হন তিনি। সেই ঘটনার পরে পুলিশে অভিযোগ করেন সিদ্দিকির পুত্র। দু’টি ঘটনার নেপথ্যে একই গোষ্ঠী রয়েছে বলে অনুমান পুলিশের। গত মাসে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন রিঙ্কু। গোটা প্রতিযোগিতায় খেলার সুযোগ না পেলেও ফাইনালে প্রথম একাদশে ছিলেন তিনি। একটি বলই তিনি খেলেন। চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন। আপাতত ভারতে ফিরেছেন রিঙ্কু। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি দলে রয়েছেন রিঙ্কু। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টি ও দু’টি একদিনের ম্যাচ খেলেছেন রিঙ্কু।


এই বিভাগের আরো খবর