চলতি মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। এরইমধ্যে দল ঘোষণা করেছে তারা। তবে শুবমান গিলের নেতৃত্বাধীন দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির। বাদ পড়া নিয়ে কথা বলেছেন এই পেসার। চলতি বছরের ফেব্রুয়ারিতে লম্বা বিরতির পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন, সেখানে ৫ ম্যাচে চ্যাম্পিয়ন দলটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন শামি। তবে এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি এই পেসার। দলে জায়গা না পাওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন শামি। সেখানে এই পেসার বলেন, ‘জাতীয় দলের স্কোয়াডে নির্বাচিত হওয়া আমার হাতে নেই। এজন্য নির্বাচক কমিটি, কোচ ও অধিনায়ক আছেন। যদি তারা মনে করেন আমি সেখানে থাকব, তাহলে আমাকে নেবে। আবার যদি মনে করে আমার আরও সময় দরকার, সেই সিদ্ধান্তও তাদের। আমাকে ডাকলে খেলার জন্য প্রস্তুত।’ ৩৫ বছর বয়সী এই পেসারের মতে, তার ফিটনেস বেশ ভালো। এ নিয়ে তিনি বলেন, ‘আমার ফিটনেস এখন বেশ ভালো। আমি আরও ভালো করার চেষ্টা করছি, কারণ মাঠের বাইরে থাকাবস্থায় নিজেকে আরও বেশি প্রেরণা ও সাহস দিতে হয়। আমি দুলীপ ট্রফিতে খেলেছি, নিজেকে অনেক কমফোর্টেবল মনে হয়েছে, আমার ছন্দ ভালো ছিল এবং ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।’ আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে না থাকায় শামি বেঙ্গল দলের হয়ে ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে খেলবেন। জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার আকাশ দ্বীপের সঙ্গে তিনি তাদের স্কোয়াডে আছেন। যেখানে অভিমন্যু ঈশ্বরন অধিনায়ক এবং অভিষেক পোরেল আছেন তার ডেপুটি হিসেবে।