রেজাউল করিম সোহাগ
অস্থির যবে অচেতন বোধ যথেচ্ছাচারী সর্বদিক,
জীবন প্রবাহে বিক্ষিপ্ততা বিমর্ষ দিশেহারা পথিক।
কূটকৌশলের বিস্তর জালে আবদ্ধ যবে মানবিকতা,
পর্যুদস্ত হয়ে মাথা ঠুকে হায় নিপিড়ীত আমজনতা।
নেশা দুর্বার ভেঙে চুরমার যাক না চুলোয় নিয়মনীতি,
দুর্বল ঘাড় মটকাতে তাই নষ্ট লোকেদের সম্প্রীতি।
হীনমন্যতা আর নষ্টামি মজগে মননে গড়েছে বাসা,
অন্ধত্বের দাসত্ব সদা করে লাজহীন কর্মে খাসা।
মজ্জাগত যে স্বভাবে দুষ্ট তার কীর্তিতে বাজায় তালি,
বিপরীতে হায় ন্যায়ের ঝণ্ডাধারী সমাজের চোখেরবালি
সত্য প্রকাশে গণমাধ্যম নিষ্ঠায় নেই তো অবিচল,
অর্থের কাছে বিবেক বেসাতি জাতির ভাগ্যে শুধুই ছল
মানবের ঘরে জন্মে তবুও আচরণে দেখি ঘৃন্য পশু,
স্বার্থে হাসিলে মত্ত সকলে যাক না বেরিয়ে জাতির অসু,
ভালোবেসে দেশ জীবনে অশেষ দুঃখ যাতনা সয়েছে যারা।
কুচক্রীদের কৌশলের ফেরে আজিকে তাদের ভাগ্য সারা।
ক্ষণিকের বরে দাম্ভিক যারা আখেরের কথা ভুলিয়া যায়,
কালের বিচারে তাদের দাঁড়াতে হবে সময়ের কাঠগড়ায়।