রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ববি দেওলের ২৮ বছর আগের গান আরিয়ান খানের সিরিজে ভাইরাল

প্রতিনিধি: / ৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: নেটফ্লিঙ্ েস্ট্রিমিং হওয়া নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পুরোনো বলিউডকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত এই সিরিজে দেখা গেছে ১৯৯৭ সালের বলিউড হিট গান ‘দুনিয়া হাসিনো কা মেলা’, যা ববি দেওল অভিনীত ছবি ‘গুপ্ত’ থেকে। গত বৃহস্পতিবার থেকে সিরিজটি স্ট্রিম হওয়ার পর, গানটি মাত্র কয়েকদিনে দর্শকদের মধ্যে নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে।
সিরিজে ববি দেওল অভিনয় করেছেন অজয় তলভার চরিত্রে। গানটি প্রথমে একটি পার্টি দৃশ্যে বাজানো হয়েছে, কিন্তু মূল মোড়টি ক্লাইম্যাঙ্রে জন্য সংরক্ষণ করা হয়েছে। নির্মাতারা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মোনা সিংয়ের চরিত্র নীতা-কে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারের ভূমিকায় অন্তর্ভুক্ত করেছেন। মূল ‘গুপ্ত’-এর ভিডিওতে মোনা সিং ছিলেন না, তাই এই নতুন সংযোজন দর্শকদের কাছে স্মৃতিকাতর এবং আকর্ষণীয় হয়েছে।
এই পুনর্বিবেচনা দর্শকদের মধ্যে অজয় এবং নীতার মধ্যে একটি চমকপ্রদ সংযোগ তৈরি করেছে। সিরিজের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ থেকে গানটি ৫০ লক্ষেরও বেশি ভিউ অর্জন করেছে।
‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর আরও আলোচিত দৃশ্যগুলোর মধ্যে অন্যতম রাঘব জুয়ালের ইমরান হাশমির জন্য ‘কাহো না কাহো’ গানটি। তবে ববি দেওলের ‘দুনিয়া হাসিনো কা মেলা’-এর ক্লাইম্যাঙ্ দৃশ্য দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছে। এই আইকনিক গানটি ২৮ বছর পর আবারো ট্রেন্ডিং হয়েছে এবং প্রমাণ করেছে যে, পুরোনো বলিউডের গানের জাদু সময়ের সীমা পেরিয়ে আজও কার্যকর।


এই বিভাগের আরো খবর