সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ ভারতের ব্লকবাস্টার ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ আয়ের রেকর্ডে

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: দক্ষিণ ভারতের সুপারন্যাচারাল ড্রামা সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ মুক্তির ২৭ দিন পেরিয়েও বঙ্ অফিসে রাজত্ব করছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ছবিটি শুধুমাত্র ভারতে নেট আয় করেছে ১৪০.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ২৮০.২০ কোটি রুপি, যা ২০২৫ সালের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত করেছে।
মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর। ক্যাল্যাণী প্রিয়দর্শন মূল চরিত্রে অভিনয় করেছেন, সঙ্গে বিশেষ উপস্থিতি রেখেছেন দুলকার সালমান ও তোভিনো থমাস। সমালোচকরা উল্লেখ করছেন, কেরালার লোককথা এবং আধুনিক সুপারহিরো থিমের মিশ্রণ দর্শকদের মন জয় করেছে। এন্ট্রি নেওয়া হয়েছে ‘লোকাহ সিনেমাটিক ইউনিভার্স’ এর ইঙ্গিত, যা ভবিষ্যতে আরও বড় প্রকল্পের সম্ভাবনা দেখাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য মালয়ালম সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতের সিনেমাগুলোর বড় পরিসরে মুক্তি পাওয়ার পথ সুগম করবে। বর্তমানে এই গতি অব্যাহত থাকলে সিনেমাটি শীঘ্রই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে।
দক্ষিণ ভারতের এই ব্লকবাস্টার শুধু আয়ের দিকেই নয়, দর্শকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসার দিক থেকেও নজর কেড়েছে। হিন্দি বেল্টেও সিনেমার ব্যাপক সাড়া লেগেছে, যা দক্ষিণ ভারতীয় সিনেমার আন্তর্জাতিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে।


এই বিভাগের আরো খবর