সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মা হচ্ছেন ক্যাটরিনা, পোস্ট করে মুছে ফেললেন সালমান!

প্রতিনিধি: / ৭৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: বলিউডের আলোচিত দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর প্রকাশ করলেন, যা সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। গত মঙ্গলবার ক্যাটরিনা নিজেই আনুষ্ঠানিকভাবে খবরটি জানান, “একটা রাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।” এই ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্ত এবং সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেন। আলিয়া ভাট, সোনম কাপুর এবং রণবীর-দীপিকা সহ বলিপাড়ার নানান তারকা তাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দের ঢেউ তৈরি করেন।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি স্ক্রিনশট, যেখানে দাবি করা হচ্ছে যে বলিউড সুপারস্টার সালমান খান ক্যাটরিনা-ভিকিকে সন্তান আগমনের জন্য অভিনন্দন জানিয়েছেন। পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। কেউ মন্তব্য করেছেন, পোস্টটি দেখে মজা পাচ্ছেন, আবার কেউ বলেছেন, “পোস্ট করে মুছে ফেলেছেন।”
তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাল পোস্টটি ভুয়া। সালমানের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আসলেই কোনো শুভেচ্ছা পোস্ট করা হয়নি, তিনি ভিকি-ক্যাটরিনার আসল পোস্টেও ‘লাইক’ করেননি। তবে এই ভুল বোঝাবুঝি নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে এবং বলিপাড়ার এই সুখবরকে আরও আলোচিত করেছে।
ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই তাদের গর্ভাবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দম্পতি নিজেরাই সুখবর নিশ্চিত করায় সোশ্যাল মিডিয়ায় আনন্দের বন্যা বইছে, যদিও সালমানের অভিনন্দন সংক্রান্ত জল্পনা এখনো কৌতূহল সৃষ্টি করছে।


এই বিভাগের আরো খবর