রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্ষয় কুমারের ‘জলি এলএলবি থ্রি’ ৬ দিনে আয় করল ১৩৯ কোটি টাকা

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: বলিউডের আলোচিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’ বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে গত বুধবার। সুভাষ কাপুর পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১২.৫০ কোটি রুপি। পরবর্তী দিনগুলোতে দর্শক-সমালোচকের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও সিনেমাটি ধারাবাহিকভাবে আয় বাড়িয়েছে।
নিউজ১৮, ফাস্টপোস্ট ও টাইমস অব ইন্ডিয়া সিনেমাটিকে ৫-স্টারের মধ্যে ৩.৫ থেকে ৪ স্টার রেট দিয়েছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ছয় দিনে সিনেমাটির আয়ের ধারা ছিল ধারাবাহিক। প্রথম দিনে ১২.৫০ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি, তৃতীয় দিনে ২১ কোটি রুপি, চতুর্থ দিনে ৫.৫ কোটি রুপি, পঞ্চম দিনে ৬.৫ কোটি রুপি এবং ষষ্ঠ দিনে ৪.২ কোটি রুপি।
শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৭৮.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশ থেকে এসেছে ২৩ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১০১.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এটি ১৩৯ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
‘জলি এলএলবি থ্রি’ এর আগের দুটি কিস্তি ছিল যথাক্রমে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জলি এলএলবি’ এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জলি এলএলবি টু’। প্রথম সিনেমার বাজেট ছিল ১২ কোটি রুপি এবং বিশ্বব্যাপী আয় হয়েছিল ৪৩ কোটি রুপি। দ্বিতীয় কিস্তির বাজেট ছিল ৩০ কোটি রুপি এবং আয় হয়েছিল ১৯৭ কোটি রুপি। তৃতীয় কিস্তির নির্মাণ ব্যয় হয়েছে ১২০ কোটি রুপি।
সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, হুমা কুরেশি, সীমা বিশ্বাস ও রাম কাপুর।


এই বিভাগের আরো খবর