মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে

প্রতিনিধি: / ৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রিপন মাহমুুদ, পিরোজপুুুরঃ  পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্ধসঢ়;বায়ক কমিটির সদস্য
সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, “বিএনপি হারলে
বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে।
বিএনপি হেরে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার
দিয়েছেন, আপনাদের খুশি করেছেন। তাই আগামী নির্বাচনে তাকেও
আমাদের খুশি করতে হবে। আপনারা বলছেন, ‘নজরুল-কিসমত সবার সেরা
পরিষদ’। এই কমিটি ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান
তারেক রহমান। এক ক্রান্তিকালে এই কমিটি গঠন করা হয়েছে-সামনে
জাতীয় নির্বাচন এবং দলের পুনর্গঠন। এরকম গুরুত্বপূর্ণ সময়ে আমাদের
দায়িত্ব আরও বেশি।” কিসমত জানান, “আগামী নির্বাচনে আমরা
পিরোজপুর থেকে তিনটি আসন উপহার দেবো। সাংগঠনিক শূন্যতা ও
নেতৃত্বের দুর্বলতা যেখানে আছে, সেখানে আমরা তা পূরণ করব। সততা ও
দায়িত্বশীলতার সাথে কাজ করলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে
না। যারা বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করছে তাদের ভোট কি আমাদের চেয়ে
বেশি ? যদি আমরা নিজেদের ভোট ধরে রাখতে না পারি, তাহলে নতুন এই
কমিটি দেয়ার কোনো অর্থ থাকবে না।” এ সময় বক্তব্য রাখেন
নবনির্বাচিত আহ্ধসঢ়;বায়ক নজরুল ইসলাম খান ও যুগ্ম আহ্ধসঢ়;বায়ক এলিজা
জামান।এর আগে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্ধসঢ়;বায়ক কমিটির
নেতৃবৃন্দ ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য
অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫টি পথসভায় যোগ দেন।


এই বিভাগের আরো খবর