জিয়া সাইদ
উঁচু নিচু গাছ গুল্ম ,
সামনে পাতা রঙের জল –
এই দৃশ্যে তুমিও ছিলে
জলের মুকুরে দেখেছিলে মুখ
লোকজন আসে, ছায়া মাখে
ঝিলে ছড়িয়ে নামিয়ে চোখ
জলের আকাশ,
জলে আঁকা মেঘ পাতা
বৃক্ষচূড়ার চিত্রকর্ম দেখে
একেকজন
একেক টুকরা দুপুর নিয়ে চলে যায়
আমি বসে থাকি
বসে বসে পুরনো দুপুর জ্বেলে
সেই মুকুরের মুখ দেখি….