রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশের ৫ সিনেমা অস্কার নমিনেশনের জন্য জমা পড়লো

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি সিনেমা জমা পড়েছে। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বানের নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া সিনেমাগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অফিস থেকে ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা এ পাঁচটি ছবি জমা দিয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমাগুলো হলো-
‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজনা: ফিউশন পিকচার)
‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী; প্রযোজনা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড)
‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান; প্রযোজনা: টিএম ফিল্মস)
‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা: ফ্রেম পার সেকেন্ড)
‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া)

এই পাঁচটি সিনেমা থেকে একটি সিনেমা বাছাই করে বাংলাদেশ থেকে ৯৮তম অস্কারে পাঠানো হবে। একাডেমির নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করবে। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, পাঁচটি সিনেমা বিচার-বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে একটি ছবিকে অস্কারের জন্য মনোনীত করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত ছবির নাম ঘোষণা করা হবে।


এই বিভাগের আরো খবর