শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুন্য রেখে দেশের জন্য আন্তর্জাতিক মানের
ক্রীড়াবিদ তৈরি করা এবং ক্রীড়ার সাথে পড়াশোনাকে সমান গুরুত্ব দেওয়া, অবকাঠামো উন্নয়ন
এই উদ্দেশ্যকে সামনে রেখে শনিবার রাত ৯ টায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। এম আজাদ হোসেনের
সভাপতিত্বে বক্তব্য রাখেন, কে কে এসপির উপদেষ্টা অজয় সাধু, সদস্য সচিব মহসিন খান, সদস্য
দেবাশীষ দে, আব্দুল লতিফ সরদার, ওয়াসিম রায়, রামপ্রসাদ পাল, সিনিয়র সাংবাদিক জিএম
আসলাম হোসেন,ও সাংবাদিক পলাশ কর্মকার। জরুরী সভা শেষে কে কে এসপির ফান্ডে উপদেষ্টা
অজয় সাধু বিশ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।