সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পূজা চেরি মাতৃহারা হয়ে স্তব্ধ, দিশেহারা

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: মা হারালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। গত রোববার রাজধানীর মাটিকাটা এলাকায় নিজের বাসায় পূজার মা ঝর্ণা রায়ের মৃত্যু হয়। অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রতিষ্ঠাতা আবদুল আজিজ। মাতৃহারা হয়ে স্তব্ধ, দিশেহারা পূজা। কেননা, অন্য সবার মতো মায়ের কোলে তিনি বেড়ে উঠেছেন। উপরন্তু তার শোবিজ জগতে পথচলার পুরোটাজুড়েই মা ছিলেন পাশে, ছায়ার মতো। সেই ছায়া এবার চিরতরে হারিয়ে গেল। পূজা ফেসবুকে তার মায়ের মৃত্যুর খবর দিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন। সোশ্যাল হ্যান্ডেলে অ্যাম্বুলেন্সের ছবি পোস্ট করে নায়িকা লিখেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি? কত কথা জমা হয়ে আছে; ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব। কিন্তু এইটা কী হলো?’ পূজা আরও লিখেন, ‘তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারা জীবন পার করব? বল তুমি? মা, মাগো, পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে, যার সঙ্গে হাসতাম, রাগ হলে চিৎকার করতাম, আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ, তখন কী যে শান্তি লাগত। কিন্তু এখন! মামুনি বলারও কেউ নাই।’ মায়ের শান্তি কামনা করে পূজা লিখেন, ‘নিজেকে এখন সান্ত¡না দিচ্ছি, সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি, তোমার কাছে একদিন না একদিন আমিও আসব। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না, বলে দিলাম। ভালো থেকো মা আমার।’


এই বিভাগের আরো খবর