বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এই গাঁয়ে তে

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মাহফুজ রেজা
এই গাঁয়ে তে বাড়ী আমার
এই গাঁয়ে তে বাস,
জনম জনম থাকব হেথায়
এই তো মনের আশ।
মাঠে মাঠে সবুজ ধানের
আহা কি যে বাহার!
কেমন করে লিখি আমি
বর্ননা দেই তাহার?
মাঠের পাড়ে সবুজ বৃক্ষ
পাখ পাখালীর মেলা,
পুকুর ডোবায় জলের মাঝে
ডুব সাঁতারের খেলা।
বিহান বেলায় রাখাল ছেলে
ল’য়ে গরুর পাল,
গাঁয়ের চাষী ছুটে ত্বরায়
বাইবে মাঠে হাল।
বৌ ঝিয়েরা পুকুর ঘাটে
জল আনিতে যায়,
মৌরী ফুলের গন্ধ ছড়ায়
মৃদু মন্দ বায়।
পাখীর কণ্ঠে কিচির মিচির
কোকিল গাহে গান,
মন টা আমার যায় জুড়িয়ে
ঘোচায় অবসান।
এই তো আমার জন্মভূমি
এই তো আমার দেশ,
যতই বলি রূপের কথা
হয় না বলা শেষ


এই বিভাগের আরো খবর