বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তারা জানিয়েছেন, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার মধ্যে দাবিগুলো পূরণে উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিকেল ৩টার দিকে বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।
শিক্ষার্থীদের দাবি—নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে কেবল মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, বিদ্যমান কোটা বাতিল করতে হবে। দশম গ্রেডের পদে শুধু ডিপ্লোমাধারীরা নয়, উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন—এমন ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে আইনগত পদক্ষেপের দাবি জানানো হয়।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, সোমবার (২৫ আগস্ট) রংপুর নেসকো কার্যালয়ে বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি জানানো হয়।
প্রকৌশল অধিকার আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ ইকবাল বিক্ষোভস্থলে বলেন, “আমরা পাঁচ মাস ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এরই মধ্যে আমাদের সহপাঠীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি। রাত ৮টার মধ্যে আমাদের সঙ্গে উপদেষ্টারা বসে সমস্যার সমাধান করতে হবে। নইলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।”
এর আগে একই দাবিতে বুয়েট শিক্ষার্থীরা ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।