শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আরও ২৪৬টি সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নতুন করে ২৪৬টি সুপারিশ বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি জানান, মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে এরই মধ্যে ৩৭টি বাস্তবায়ন করা হয়েছে এবং ১৪টি সুপারিশ আংশিক বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। সর্বশেষ বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০টি সংস্কার কমিশনের দেওয়া নতুন সুপারিশগুলো উপস্থাপন করা হয়। এর মধ্যে শ্রম কমিশনের ৮২টি, নারী কমিশনের ৭১টি, স্থানীয় সরকার কমিশনের ৩৭টি, স্বাস্থ্য কমিশনের ৩৩টি এবং গণমাধ্যম কমিশনের ২৩টি সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে।

শফিকুল আলম আরও বলেন, বর্তমানে ৩১৬টি সুপারিশ বাস্তবায়নের জন্য পর্যালোচনাধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে কার্যকর পরিবর্তন আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া রয়েছে জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, স্থানীয় সরকার, শ্রম, নারী বিষয়ক এবং গণমাধ্যম সংস্কার কমিশন।

সংস্কারের এই ধারাবাহিক প্রক্রিয়ায় সরকার বিভিন্ন খাতে কাঠামোগত উন্নয়ন ও নীতিগত পরিবর্তন বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা আনতে চায়।


এই বিভাগের আরো খবর