সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মভিত্তিক দলের অপপ্রচারের অভিযোগ বিএনপির সিনিয়র নেতা রিজভীর

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রাজনৈতিক অঙ্গনে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পাঁয়তারা করছেন এবং বিভিন্ন মাস্টারপ্ল্যান করে যাচ্ছেন। এটা মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।”

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, “নিজেদের আড়াল করতে, বানোয়াট গল্প-কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিকভাবে যারা ন্যূনতম সভ্যতা বোঝে না, তারা এই ধরনের অপসংস্কৃত কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে।”

তিনি চট্টগ্রামে ঘটে যাওয়া একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, “সেখানে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; বরং নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।”

রিজভী আরও বলেন, “বিএনপির নামে বা এর অঙ্গ সংগঠনের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে। কারও পদ স্থগিত বা শোকজ করা হচ্ছে, এমনকি আজীবনের জন্যও বহিষ্কার করা হচ্ছে।”

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “দেশের মানুষ এখনো এই ব্যবস্থার সঙ্গে পরিচিত নয়। আমাদের সমাজ পশ্চিম ইউরোপের মতো পর্যায়ে নেই। এখন যারা এই কথা বলছেন, তাদের উদ্দেশ্য সম্ভবত এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া অন্য কিছু নয়।”


এই বিভাগের আরো খবর