সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীর মৌচাকে হাসপাতাল পার্কিংয়ে প্রাইভেটকার থেকে দুই মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে থাকা একটি সাদা প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, হাসপাতালের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় বা মৃত্যুর কারণ জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা রঙের প্রাইভেটকারটি রোগী নিয়ে আসার কথা বলে হাসপাতালে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের প্রশ্নের জবাবে চালক জানান, গাড়িতে রোগী আছে। এরপর গাড়িটি পার্কিংয়ে রাখা হয়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তা বের হয়নি।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, সোমবার দুপুরে নিরাপত্তাকর্মীরা গাড়ির ভেতরে দুজনকে অচেতন অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা থানায় খবর দেন। পুলিশ এসে গাড়ির সামনের সিট থেকে একজনের এবং পেছনের সিট থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ৩৬-৩৭৪৫ এবং এর মালিক উত্তরার বাসিন্দা জোবায়েদ আল মাহমুদ সৌরভ। এ ঘটনায় রমনা থানার পাশাপাশি র‍্যাব ও সিআইডির ক্রাইম সিন ইউনিট তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর কারণ ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি।


এই বিভাগের আরো খবর