বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্তুগালের গোল উৎসব রোনালদোকে ছাড়াই

প্রতিনিধি: / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে সুইডেনের জালে গোল উৎসব করেছে পর্তুগাল। ৫-২ গোলে জয় পেয়েছে রবের্তো মার্তিনেসের দল। এই ম্যাচ দিয়ে চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরে পর্তুগাল। তবে দলীয় পারফরম্যান্সে মরচে পড়েনি। যদিও সামনে ইউরোর মতো বড় আসর থাকায় এই ম্যাচে রোনালদোর পাশাপাশি ছিলেন না জোয়াও কানসেলো, জোয়াও ফেলিক্স, রুবেন নেভেস, দিয়াগো দালোত, ভিতিনিয়ারার মতো ফুটবলাররা। ম্যাচের ২৪ মিনিটে রাফায়েল লিওর শটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ৩৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। এখানেই শেষ নয়, বিরতি যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান ৩-০ করেন ব্রæনো ফার্নান্দেজ। ৫৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে লেয়াওয়ের বদলি নামা ব্রæমা। পরের মিনিটে একটি গোল শোধ করেন সুইডেনের ভিক্টর ইয়োকেরেস। ডান দিক থেকে সতীর্থের পাসে দূরের পোস্টে বলে পা ছুঁয়ে জালে পাঠান তিনি। দুই মিনিট পরই অবশ্য ব্যবধান ফের বাড়িয়ে নেন রামোস। সেমেদোর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হেডে সুইডেনের দ্বিতীয় গোলটি করেন গুস্তাফ নিলসন।

 


এই বিভাগের আরো খবর