সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিমান দুর্ঘটনার পর শিক্ষায় ফিরছে মাইলস্টোন, শুরু হয়েছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

প্রতিনিধি: / ৫৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আবারও প্রাণ ফিরে পাচ্ছে। ভয়াবহ বিমান দুর্ঘটনার দুঃসহ স্মৃতি ও দীর্ঘ বিরতির পর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে প্রতিষ্ঠানটিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস পুনরায় শুরু হয়েছে। গত ২১ জুলাই, রোববার ঘটে যাওয়া সেই দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই ১২ দিনের ছুটি ঘোষণা করা হয় এবং ৪ ও ৫ আগস্ট চালানো হয় গ্রুপ কাউন্সেলিং ও মানসিক প্রশমন কর্মসূচি।প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে শিক্ষার্থীদের মনের জোর ফিরিয়ে আনতে বিভিন্ন সহায়ক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। আজ থেকে ধাপে ধাপে পুরোদমে ক্লাস শুরু হলেও আগামী তিন মাসজুড়ে চলবে মনোসামাজিক কাউন্সেলিং।মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনা। তিনি বলেন, “আমরা কাউকে জোর করিনি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে।”অধ্যক্ষ আরও জানান, দুর্ঘটনার দিন যারা সরাসরি ঘটনাস্থলে ছিল, তাদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে। তাই তাদের জন্য আলাদাভাবে কাউন্সেলিং সেশন নেওয়া হচ্ছে। একবারের সেশনেই সীমাবদ্ধ না রেখে ফর্ম মাস্টারদের মাধ্যমে নিয়মিত ফিডব্যাক নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ধারাবাহিক সেশনও পরিচালনা করা হচ্ছে।প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।এদিকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম এই পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিকে এই কাউন্সেলিং কাঠামোর আওতায় আনা হয়েছে।কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানিয়েছেন, “যারা এখনো মানসিকভাবে প্রস্তুত নয়, তারা চাইলে অন্য কোনো শাখায় অথবা ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবে।”তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে না। সরকার ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যৎ করণীয় নির্ধারিত হবে। উল্লেখ্য, ২১ জুলাই (রোববার) ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে এবং সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।


এই বিভাগের আরো খবর