সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ‘ডাকাতি’, ১৮ ভরি স্বর্ণ ও ১২ লাখ টাকা লুট

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মানিকগঞ্জ সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানান। ‘সংঘবদ্ধ ডাকাতদল’ ওই বাড়িতে হানা দিয়ে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি, ডাকাতির শিকার রাজা মিয়ার। কাঠ ব্যবসায়ী রাজা মিয়া বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি। তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত বছরের ৫ অগাস্টের পর থেকে সুমন দেশের বাইরে রয়েছে বলে জানান রাজা। রাজা মিয়া বলেন, “রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ১২-১৪ জন গ্রিল কেটে তার বাড়িতে ঢোকে। পরে দোতলা বাড়ির দ্বিতীয় তলায় আমাদের রুমে ঢ়ুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। “ডাকাতরা ঘরের আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও কাঠ কেনার করার টাকা লুট করে।” তিনি বলেন, “আমার কাঠ ব্যবসার টাকা ছিল ১২ লাখ। সবকিছু নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব।” ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিদ আহমেদ সুমন হোয়াটসঅ্যাপ কলে বলেন, “ডাকাতরা দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে। “কেউ চিৎকার করলে তারা ক্ষতি করার হুমকি দেয়। পরে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।” খবর পেয়ে গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ওসি এসএম আমানউল্লাহ। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।” এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তা দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর