সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে চাঁদা চাওয়ার মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধঃ বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খায়রুজ্জামান লাভু নামে এক ভুক্তভোগী। শনিবার (০২ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ভুক্তভোগী খায়রুজ্জামান লাভু যুবদল কচুয়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি। বর্তমানে বি এনপির একজন কর্মি।
খায়রুজ্জামান লাভু সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, অভিযোগ কারী সফিক ভূইয়া ও তাহার ২য় স্ত্রীর মধ্যে সম্পর্ক ডিভোর্সের পর্যায়ে পৌঁছালে ২য় স্ত্রীর পরিবারের অনুরোধে বিষয়টি সুরাহার জন্য সফিক ভূইয়ার সঙ্গে কয়েকবার আলোচনা করি। সুষ্ঠ সমাধানের জন্য সফিক ভূইয়াকে অনুরোধ করলে সফিক ভূইয়া আমার উপর কিছুটা ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার একটি অভিযোগ এনে একটি বক্তব্য দিয়েছেন, যেটি কয়েকটি ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে পরিকল্পিত ও উদ্দেশ্য মূলক ভাবে প্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্ঠা করেছে। সফিক ভূইয়ার বড় ভাই মনি ভূইয়া একজন স্থানীয় আওয়ামীলীগ নেতা। ১৪ ও ১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি কর্মিদের নিপিড়ন করে আওয়ামীলীগের আস্থা অর্জন করে হাট, ঘাট, ঠিকাদারী ব্যবসা বাগিয়ে নেয়। অভিযোগকারী সফিক ভূইয়া সেই ব্যবসা বানিজ্যে অংশ নেয়। ৫ ই আগষ্ট পরবর্তীতে বড় ভাই মনি ভূইয়ার একটি অবৈধ মোটর সাইকেল অভিযোগকারী সফিক ভূইয়ার দখল থেকে পুলিশ আটক করে। এ ঘটনায় আমার হাত থাকতে পারে এমন সন্দেহে আমার প্রতি সফিক ভূইয়া ও তার বড় ভাই আওয়ামীলীগ নেতা মনি ভূইয়া ক্ষিপ্ত হয়।
অভিযোগে তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে আভ্যন্তরিন রাজনৈতিক গ্রুপিংয়ে প্রতিপক্ষর সংগে শফিক ভুইয়া হাত মিলিয়ে আমাকে এবং কিছু ব্যাক্তিকে বিপদে ফেলতে ফেসবুকে এই মিথ্যা অভিযোগ করে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। ভিডিওতে ষড়যন্ত্রকারী ৩য় পক্ষ অভিযোগকারীকে উস্কে দিয়ে বিভিন্ন ব্যাক্তির নাম বলানোর চেস্টা করছিল। যাহা ভিডিও দেখলেই স্পষ্ট বুঝা যায়। ভিডিও টি অভিযোগ কারী তার নিজ আইডিতে প্রচার করেনি। ষড়যন্ত্রকারী ৩য় পক্ষ আমার কোনও বক্তব্য না নিয়েই উদ্দেশ্যমূলক ভাবে তাদের নিজ নিজ আইডিতে অভিযোগকারীর বক্তব্য ভিডিও করে প্রকাশ করেছে। আপনারা অনুসন্ধানের মাধ্যমে এই ঘটনার প্রকৃত সত্য তুলে ধরবেন ও এ চক্রান্তর সাধে জড়িতদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।


এই বিভাগের আরো খবর