শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃপণ ব্যক্তি আল্লাহর কাছে অপছন্দনীয়

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আত্মনির্ভরশীল হতে মিতব্যয়ী হওয়া এবং সঞ্চয় করা জরুরি। তবে সঞ্চয় ও কৃপণতা- দুটি ভিন্ন ভিন্ন বিষয়। একটিকে অপরটির সঙ্গে মেলানো এবং কৃপণতাকে সঞ্চয়ের নাম দেওয়া কখনো কাম্য নয়। কৃপণতা এমন একটি মন্দ স্বভাব যে, এর কারণে ব্যক্তি অনেক সময় নিজেকেও কষ্ট দেয়। নিজের একান্ত প্রয়োজন পূরণ না করে কষ্ট ভোগ করে। অথচ কেউ জানে না, সামনে তার কতটুকু আয়ু আছে, কতদিন বেঁচে থাকবে সে। অনেকে কৃপণতাকে সঞ্চয়ের সঙ্গে মিলিয়ে অভাবগ্রস্তকে দান-খয়রাত থেকে বিরত থাকে। এমন কাম্য নয়। কারণ, কেউ অন্যের প্রয়োজনে ও উপকারে এগিয়ে এলে আল্লাহ তায়ালা তাকে তার প্রয়োজনে সাহায্য করেন। এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বুখারি, হাদিস : ১৭৩২)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘আল্লাহ তায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।’ (মুসলিম, হাদিস : ২৩১৪)

যারা কৃপণতা করে ও অন্যকে সাহায্য করা থেকে বিরত থাকে রাসুল (সা.) তাদের জন্য অকল্যাণের বার্তা দিয়েছেন। এক হাদিসে তিনি বলেছেন-
প্রতিদিন ভোর বেলায় দু’জন ফিরিশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ! সৎপথে ব্যয়কারীদেরকে শুভ প্রতিদান দান করুন। আর অন্যজন বলেন হে আল্লাহ! কৃপণকে ধন-সম্পদের দিক দিয়ে ধ্বংসের সম্মুখীন করে দিন। (বুখারি, হাদিস : ১৪৪২)

অন্য এক হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাক, কেননা, তোমাদের পূর্ববর্তীদেরকে এ কৃপণতাই ধ্বংস করেছে। তাদেরকে তাদের কার্পণ্য নির্দেশ দিয়েছে কৃপণতা করার, ফলে তারা কৃপণতা করেছে, অনুরূপভাবে তাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে ফলে তারা তা ছিন্ন করেছে এবং তাদেরকে অশ্লীলতার নির্দেশ দিয়েছে ফলে তারা অশ্লীল কাজ করেছে। (আবু দাউদ, হাদিস : ১৬৯৮)

পবিত্র কোরআনে কৃপণদের নিন্দা জানিয়ে আল্লাহ তায়ালা বলেছেন,
ۣالَّذِیۡنَ یَبۡخَلُوۡنَ وَ یَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبُخۡلِ وَ یَكۡتُمُوۡنَ مَاۤ اٰتٰهُمُ اللّٰهُ مِنۡ فَضۡلِهٖ ؕ وَ اَعۡتَدۡنَا لِلۡكٰفِرِیۡنَ عَذَابًا مُّهِیۡنًا
যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়; আর গোপন করে তা, যা আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন। আর আমি প্রস্তুত করে রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনাকর আজাব। (সুরা নিসা, আয়াত : ৩৭)


এই বিভাগের আরো খবর