ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল রদ্রিগো ডি পলের। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার সকালে লিগস কাপের নাটকীয় ম্যাচে প্রথমবার মায়ামির জার্সি গায়ে জড়িয়ে খেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এই ম্যাচে মেঙ্কিান ক্লাব অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপে শুভযাত্রা শুরু করে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবার সঙ্গে শুরুর একাদশে ছিলেন ডি পল। এরপর শক্তি-সামর্থ্য দেখিয়ে পুরো ৯০ মিনিট খেলেন তিনি এবং মাঝমাঠে স্বভাবসুলভ দাপট দেখান। মাঠজুড়ে সঠিক পাস দিয়ে খেলার তাল ধরে রাখেন। এক ম্যাচ খেলে ফেললেও এখনো ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেননি ডি পল। মায়ামির হেড কোচ হ্যাভিয়ের মাচেরানো জানান, ডি পল আলাদাভাবে ফিটনেস অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন। মাচেরানো বলেন, যদিও সে দলীয় অনুশীলন করতে পারেনি, তবে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সে ট্রেনিং করছে। শারীরিকভাবে সে পুরোপুরি ফিট। গত মঙ্গলবার মাচেরানো জানান, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই ডে পলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে এবং খেলার সুযোগ দেওয়া হবে। শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা বাস্তবায়নও করলেন আর্জেন্টাইন কোচ। জাতীয় দলে মেসির সঙ্গে মাঠে দারুণ বোঝাপড়া আছে ডি পলের। দু’জন একসঙ্গে ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় করেছেন আর্জেন্টিনার হয়ে। এছাড়া ডি পল ও সুয়ারেজ একসঙ্গে খেলেছেন ইউরোপে, ২০২১-২২ মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে। লিগস কাপের নকআউট রাউন্ডে ওঠার লক্ষ্যে এরপর নেঙ্াকা ও পুমাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম লিগস কাপের শিরোপা জিতেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি।