শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সবার উপস্থিতিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস উইং

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শনিবার দুপুরে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

এরআগে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শনিবার সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সমাপনী বক্তব্যে বললেন, ৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে।

মাহফুজ আলম বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে। সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।


এই বিভাগের আরো খবর