সর্বশেষ :
আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত  বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪ যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে রেকর্ড ২৫ হাজার অভিবাসী আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি রাশিয়ার হামলায় কিয়েভে দুই বছরের শিশুসহ নিহত ২৮ চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুসলিম মানেই শুধু নামাজ-রোজা নয়

প্রতিনিধি: / ২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মুসলিম হয়েও কি আজ গাজাবাসিদের কথা ভুলে গেছি? গাজা,এই নামই আজ পৃথিবীর বুকে এক বিরল বেদনার প্রতীক। যেখানে প্রতিদিন মানুষ হারায় তার ঘর, স্বজন, আর অনেক সময় নিজের জীবন। কিন্তু আমরা, যারা একই উম্মাহর সন্তান, মুসলিম, অনেক সময় গাজাবাসিদের দুঃখ-কষ্টের কথা ভুলে যাই। আমাদের হৃদয় যেন নীরব হয়ে পড়ে, আর সচেতনতা ম্লান হয়। প্রশ্ন ওঠে,মুসলিম হয়েও কি আমরা আজ গাজাবাসিদের কথা ভুলে গেছি?

গাজার যন্ত্রণা: সংক্ষিপ্ত পরিসংখ্যান ও বাস্তবতা
গত কয়েক বছর ধরে গাজার ওপর অবরোধ এবং যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বিশেষত শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভুগেছে। ২০২১ সালের সংঘর্ষে ২৫০ শিশুসহ প্রায় ২৪০০ মানুষ নিহত (টঘঙঈঐঅ রিপোর্ট)। প্রায় ৭০% গাজার মানুষ আজ খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকটে। প্রায় ৫০% গাজার বাসিন্দা শিশু, যাদের মধ্যে অনেকই মানসিক ও শারীরিক ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতি শুধু গাজার মানুষের নয়, গোটা মুসলিম উম্মাহর জন্য একটি বড় শোক ও প্রশ্ন।

ইসলাম আমাদের করণীয় কি বলে?
আল্লাহ তাআলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
তোমরা কল্যাণ ও পরহেজগারীতায় সহযোগিতা করো, পাপ ও অবিচারে নয়। (সুরা মায়িদা:২)

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى
মুমিনদের মধ্যে ভালাবাসা, দয়া ও সহানুভূতির সম্পর্ক একটি শরীরের মতো, যখন শরীরের কোনো অঙ্গ ব্যথিত হয়, গোটা শরীর জেগে উঠে ব্যথা অনুভব করে। (মুসলিম:২৫৮৬;সহিহ বুখারি, সহিহ মুসলিম:৬০১১)
এ কথাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়,গাজার মানুষের যন্ত্রণা আমাদের জন্যও যন্ত্রণা, তাদের কষ্ট আমাদেরও কষ্ট।

কেন আমরা গাজাবাসিদের কথা ভুলে যাই?
দূরত্ব ও তথ্যের অভাবের কারণে অনেক সময় বাস্তবতা আমাদের কাছে পৌঁছায় না। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমরা মানবিক দায়বদ্ধতা ভুলে যাই। রাজনৈতিক জটিলতা ও বিভাজন আমাদের হৃদয়কে স্তব্ধ করে দেয়। কিছু ক্ষেত্রে স্বার্থপরতা ও অনাসক্তিও কাজ করে।

আমাদের করণীয়
১. সচেতনতা বাড়ানো: গাজার বাস্তব কষ্ট নিয়ে কথা বলা, লেখালেখি ও প্রচার মাধ্যমে জনমনে জাগরণ ঘটানো। ২. দুআও তওবা: গাজাবাসিদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।৩. আর্থিক ও মানবিক সহায়তা: বিশ্বস্ত আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার মাধ্যমে সাহায্যের হাত বাড়ানো। ৪. মানসিক সমর্থন ও শিক্ষা: গাজা সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সমাজে সচেতনতা গড়া। ৫. আন্তর্জাতিক ন্যায়বিচার দাবি: যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা।

গাজার মায়ের আহাজারি: একটি মানবিক চিত্র
গাজার মা, যিনি নিজের সন্তান, স্বামী ও ঘর সব হারিয়েছেন, আজ একা, অর্ধেক ভাঙা হৃদয় নিয়ে প্রতিদিন জীবন যাপন করছেন। তার চোখে এক গভীর বেদনা, আর মুখে অসহায় আহাজারি। এই আহাজারি শুধু গাজার মাটিতে নয়, বরং আমাদের হৃদয়েও প্রতিধ্বনিত হওয়া উচিত।

মুসলিম হওয়া মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা নয়। মুসলিম হওয়া মানে মানবতার কষ্টে কাঁদা, অসহায়দের পাশে দাঁড়ানো।আজ যদি আমরা গাজার মানুষের কথা ভুলে যাই, তাহলে আমরা কেবল তাদের নয়, নিজেদের উম্মাহর মর্যাদাকেও হানি করছি। আসুন, আমরা সবাই হাত মিলিয়ে তাদের দুঃখে দুঃখী হই, তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই এবং মানবতার পথে এগিয়ে যাই।

اللَّهُمَّ أَرِحْ قُلُوبَ إِخْوَانِنَا فِي غَزَّةَ، وَأَشْفِ جُرْحَاهُمْ، وَأَرْزُقْهُمْ الصَّبْرَ وَالثَّبَاتَ، وَأَخْرِجْهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، آمِينَ
হে আল্লাহ! গাজার ভাইদের হৃদয় শান্তি দাও, তাদের যন্ত্রণার আরোগ্য করো, ধৈর্য ও স্থিরতা দান করো, এবং তাদের অন্ধকার থেকে আলোয় মুক্ত করো। আমিন।


এই বিভাগের আরো খবর