দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বৃহস্পতিবার সকালে বরিশালের সিএন্ডবি রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “দুর্নীতি দমন কমিশন (দুদক) সমাজ থেকে আলাদা কোনো প্রতিষ্ঠান নয়, বরং সমাজের অংশ-এখানেও দুর্নীতির অস্তিত্ব রয়েছে।”
দায়িত্ব নেয়ার পর থেকেই দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে বলেও জানান দুদক চেয়ারম্যান।
দুদকের মামলায় অভিযুক্তদের খালাস পাওয়ার বিষয়ে ড. মোমেন বলেন, ‘দুদকের আসামিদের আমরা ছেড়ে দিই না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হচ্ছে। এই বিষয়ে আদালত, সাংবাদিক এবং সমাজের সকল অংশের দায়িত্ব আছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে তা দমন করা সম্ভব।’
‘দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি’-যোগ করেন ড. মোমেন।
পরে তিনি বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা এবং সেবার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।