নারীদের কোপা আমেরিকার ফাইনালে ওঠা ব্রাজিলের কাছে যেন ডাল-ভাত। টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেই ব্রাজিল যেন চোখ বন্ধ করেও নিজেদের দেখতে পায় ফাইনালে। চিরায়ত অভ্যাসের পিছু ধেয়ে ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার এবারের আসরেও ফাইনালে উঠেছে হলুদিয়া পাখিরা। সেটিও আবার উরুগুয়ের মতো দলকে ৫-১ গোলে উড়িয়ে! এ নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে ১০টি আসরের ১০টিতেই ফাইনালে উঠলো ব্রাজিল। আগের ৯ আসরের ফাইনালে উঠে ৮টিতেই শিরোপা জিতেছে ব্রাজিল। আর ২০০৬ সালের আসরে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিলিয়ান মেয়েরা। ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ টুর্নামেন্টের ইতিহাসে সবগুলো শিরোপা ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই রয়ে গেছে। গতকাল বুধবার ইকুয়েডরে কুইটোতে দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধ ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিল। ব্রাজিলের জয়ের ব্যবধান বাড়ানো সহজ হয়ে যায় ৫৮ মিনিটে উরুগুয়ের ইয়ামিলা দোরনেলস লাল কার্ড দেখায়। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হলে আরও দুটি গোলের দেখা পায় ব্রাজিল। ৬৫ ও ৮৯ মিনিটে গোল দুটি করে ব্যবধান বাড়িয়ে নেয় সব মিলিয়ে আটবার ও টানা চারবারের চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন আমান্দা গুটিয়েরেস (১১ ও ৬৫ মিনিটে)। একটি করে গোল করেন গিওভানা (১৩ মিনিটে), মার্তা (২৭ মিনিটে পেনাল্টিতে) ও দুদিনহা (৮৬ মিনিটে)। উরুগুয়ের পাওয়া একমাত্র গোলটি ব্রাজিলিয়ান মেয়েদের দেওয়া উপহার। ৫১ মিনিটে আত্মঘাতী গোল করেন ব্রাজিলেন ইসাদোরা হাস। ব্রাজিল ভুল করে নিজেদের জালে বল প্রবেশ করিয়ে দিলে সান্ত্বনার এক গোল পায় উরুগুয়ে। আগামীকাল শুক্রবার কুইটো ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে গত মঙ্গলবার আর্জেন্টিনার মেয়েদের টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া।