সর্বশেষ :
আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত  বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪ যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে রেকর্ড ২৫ হাজার অভিবাসী আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি রাশিয়ার হামলায় কিয়েভে দুই বছরের শিশুসহ নিহত ২৮ চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাকিবের সঙ্গে আলাপচারিতা নিয়ে যা জানালেন সোহান

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বছর খানেক ধরে দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে জাতীয় দলে খেলতে না পারলেও নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সবশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন সাকিব। একই লিগে বাংলাদেশি দল রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন নুরুল হাসান সোহান। জিএসএলে খেলার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে সোহানের। সম্প্রতি এক গণমাধ্যমকে সোহান বলেন, ‘অবশ্যই ম্যাচের দিন দেখা হয়েছে, কথা হয়েছে এবং অবশ্যই তাকে মাঠে দেখতে পেয়ে আমার ভালো লেগেছে। আমার মনে হয় সেও তার টাইমটা ক্রিকেট মাঠে অনেক উপভোগ করছে।’ সেই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি রংপুর। আফসোস নিয়ে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে পরপর দুইবার ফাইনাল খেলাও ভালো। আলহামদুলিল্লাহ, আমরা যদি শেষটা ভালো করতে পারতাম, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া ছিলো। কারণ গ্লোবাল এরকম আসরে সবক’টা টিম আমার কাছে মনে হয় ওয়েল ব্যালেন্সড টিম ছিলো। তাদের সাথে লড়াই করে ফাইনালটা জিততে পারা অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে উন্নতির একটা পর্যায়ে নিয়ে যেতো। হয়তো আমাদের একটা খারাপ দিন গিয়েছে ফাইনালে।’ তিনি আরও বলেন, ‘গায়ানাও ভালো টিম ছিলো বা যে ক’টা টিম ওখানে ছিলো সবাই ভালো টিম ছিলো। এবং গত বছরও আমরা যখন গিয়েছিলাম হয়তো আমাদের ঐভাবে কেউ ভাবেনি। এই বছর যখন গিয়েছি একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলাদা একটা চ্যালেঞ্জ ছিলো। অবশ্যই টিম ম্যানেজমেন্ট এবং সব প্লেয়ার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য অনেক বেশি ক্ষুধার্ত ছিলো। যতটুকু আমরা খেলেছি, ভালো খারাপ মিশিয়ে টিম হিসেবে খেলেছি এবং অবশ্যই টিমের প্রতিটা প্লেয়ারেরই ঐ চ্যালেঞ্জটা নেওয়ার মতো সক্ষমতা ছিলো।’


এই বিভাগের আরো খবর