বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রবাসে জায়েদ খানের জন্মদিন পালন

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। জুলাই বিপ্লবের আগে থেকেই স্টেজ শোয়ের কারণে তিনি অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর এখন পর্যন্ত আর তিনি দেশে ফিরেননি। অনুমান করা যাচ্ছে, সহসা তিনি দেশে ফিরবেনও না। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের মাধ্যমে প্রথমবার হোস্ট হিসেবে অভিষেক হয়েছে তার। জায়েদের জন্মদিন ছিলো গতকাল। জন্মদিনে একদিন আগে এক গণমাধ্যমের সঙ্গে কথা হয় তার। কেমন আছেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘খুব ভালো আছি, কাজ করছি। সামনে কয়েকটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে জায়েদ খান বলেন, ‘কেবল তো শুরু করেছি প্রোগ্রামটা। চমক তো বাকি আছে অনেক। এটা যতদিন ভালো লাগবে করতে থাকব।’ প্রযোজক মাহমুদ হক শামীমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে কাজ করার সুযোগ পান জায়েদ খান। তার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা ভালোবাসা’। মুহাম্মদ হান্নান পরিচালিত এ সিনেমাতে শাবনূর ও রিয়াজের সঙ্গে সহ-নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। গুণী এই দুই অভিনয়শিল্পীর সঙ্গে তাল মিলিয়ে নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করেছেন জায়েদ খান। এর পরপরই হাতে আসতে থাকে একের পর এক সিনেমা। বেশ কিছু সিনেমায় সহ-নায়ক হিসেবে অভিনয় করলেও জায়েদের ভাগ্যের চাকা ঘুরে ২০১২ সালে। এ বছরই তার হাতে আসে ‘বাংলা ভাই’ নামের একটি সিনেমা। এ সিনেমায় জায়েদ খান অভিনয় করেন মূল ভূমিকায়। জায়েদ খানের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘আত্মগোপন’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘পাপের প্রায়শ্চিত্য’, ‘মন ছুঁয়েছে মন’, ‘রিঙ্াওয়ালার ছেলে’, ‘কাজের ছেলে’, ‘অন্তর জ্বালা’ ইত্যাদি। সবশেষ তাকে দেখা গেছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমায়।

 


এই বিভাগের আরো খবর