বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শেষ টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার হাসি। ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম ও শেষ ম্যাচে তারা হারিয়েছে ৩ উইকেটে। তাতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ৫-০ ব্যবধানে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৭০ রান করে। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭ ওভারেই জয় তুলে নেয় অসিরা। টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টি সিরিজেও তাদেরকে হোয়াইটওয়াশ করেছে তারা। সফরে কোনো ম্যাচ না হেরে সর্বাধিক জয়ের তালিকায় অস্ট্রেলিয়ার এবারের মিশন থাকবে দুই নম্বরে। তারা ৮ ম্যাচের প্রতিটি জিতেছে। ভারত ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ৯ ম্যাচ জিতেছিল। ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে জয়ের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও ভারত জিতেছিল শ্রীলঙ্কায়। এছাড়া অস্ট্রেলিয়া ২০০৫ সালে নিউ জিল্যান্ডে ৮টি জয় ও ১টি ম্যাচ ড্র করেছিল। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে ৮টি ম্যাচ জিতেছিল, ৩টি ড্র করেছিল। অস্ট্রেলিয়ার এই ম্যাচের জয়ের নায়ক বেন দ্বারশুইস। ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৯ রান করেন। এছাড়া ২০৫ রান করে সিরিজ সেরা হয়েছেন ক্যামেরুন গ্রিন। শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল না। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রান পাননি। ব্রেন্ডন কিং ১১, শেই হোপ ৯ ও কেচি কার্টি ১ রানে ফেরেন সাজঘরে। চতুর্থ উইকেটে রাদারফোর্ড ও হেটমায়ার দলের হাল ধরেন। দুজন এগিয়ে নেন দলের স্কোরবোর্ড। কিন্তু তাদের সাজঘরে ফেরার পর আর কেউ পারেননি ভালো কিছু করতে। রাদারফোর্ড ৩৫ ও হেটমায়ার ৫২ রান করেন। ২০২৩ সালের পর হেটমায়ার প্রথম ফিফটি পেয়েছেন। ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫২ রান করেন তিনি। শেষ দিকে জেসন হোল্ডার ২০ ও ম্যাথু ফোর্ডে ১৫ রান তুলে লড়াই করার পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ২৫ রানে ৩ উইকেট হারালেও মিডল অর্ডারে গ্রিন, ডেভিড ও ওয়েনের ব্যাটিং দৃঢ়তায় তাদের জয়ের পথ মসৃণ হয়ে যায়। গ্রিন ১৮ বলে ৩২ রান করেন। ৪ ছক্কা ও ১ চাপে ডেভিড করেন ৩০ রান। ওয়েনের ব্যাট থেকে ৩টি করে চার ও ছক্কায় ১৭ বলে আসে ৩৭ রান। ২৫ বলে ২৮ রান তুলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অ্যারোন হার্ডি। স্পিনার আকিল হোসেন ১৭ রানে ৩ উইকেট নিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন। ২টি করে উইকেট নেন হোল্ডার ও জোসেফ। ব্যর্থ মিশন শেষে ওয়েস্ট ইন্ডিজ অপেক্ষায় ঘুরে দাঁড়ানোর। আগামী শুক্রবার তারা পাকিস্তানকে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আতিথেয়তা দেবে। অন্যদিকে অস্ট্রেলিয়া ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।


এই বিভাগের আরো খবর