শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

“সামনে দেশের জন্য গুরুত্বপূর্ণ ছয় দিন”

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন পাঁচ থেকে ছয় দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য অত্যন্ত সংবেদনশীল ও নির্ধারণী সময়। এই কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে, আমরা কোন পথে এগোচ্ছি।” তাঁর বক্তব্যে প্রতীয়মান হয়, দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নির্বাচনপূর্ব পরিস্থিতি এই সময়ের মধ্যেই উল্লেখযোগ্য মোড় নিতে পারে।

শফিকুল আলম জোর দিয়ে বলেন, “নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ড. ইউনূস যে সময়সীমার কথা বলেছেন, তার একদিনও দেরি হবে না।” উল্লেখ্য, পূর্বে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের প্রথমভাগ ও পরবর্তী সময়ে ফেব্রুয়ারির উল্লেখ করা হয়েছিল।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, “বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে।” চাঁদাবাজির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন তিনি। প্রেস সচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রমাণ মিললে যে কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শফিকুল আলম বলেন, “অভ্যুত্থানের পর যে ভয়াবহ অর্থনৈতিক দুর্যোগ দেখা দিয়েছিল, তা থেকে দেশকে স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনা ছিল এক বড় চ্যালেঞ্জ। এই সরকার সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পেরেছে।”

নির্বাচন সুষ্ঠু হবে কিনা—এই প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, “জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে আগামী নির্বাচন উৎসবমুখর ও নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি।”

একইসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার হলেও রাজনৈতিক দলগুলোর অর্থ সংগ্রহ বা ফান্ড রেইজিং-এ স্বচ্ছতা নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”


এই বিভাগের আরো খবর