বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

“আমি ভাঙি না”

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সানযিয়া  অর্নি
নআমি ভাঙি না,
শুধু একটু নীরব হই,
ঝড়ের আগে যেমন আকাশ নীরব থাকে,
ঠিক তেমনি আমিও — আগুনের প্রস্তুতিতে।
চোখে জল আসতে পারে,
কিন্তু তাতে চোখ নরম হয় না,
বরং দৃঢ় হয়,
যেন শীতল আগুনের শিখা।
তারা ভাবে — আমি নরম,
একটু চাপেই মুছে যাবো,
তারা জানে না —
আমার নীরবতাই আমার প্রতিরোধ।
আমাকে থামাতে হলে
অসীম হতে হবে,
কারণ আমি সীমার মধ্যে জন্মাইনি,
আমি গড়ে উঠেছি চাপের নিচে — ইস্পাতের মতো।
আমি লড়ি না শব্দে,
আমি লড়ি স্থিরতায়,
যেখানে শব্দ থেমে যায় —
সেখানেই শুরু হয় আমার কণ্ঠহীন গর্জন।


এই বিভাগের আরো খবর