রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যৌথ পরিবারে নারীদের পর্দা: ইসলাম কী বলে?

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

পর্দা করা এটা কোনো সাধারণ বিষয় নয় যে, এটাকে এরকম উজর থাকায় তা লঙ্ঘন করার সুযোগ রয়েছে। এটা কোরআন ও হাদিসের অকাট্য একটি বিধান। এটা মানতেই হবে। সাধারণ কোনো উজরে এটা লঙ্ঘন করা কোনোভাবেই জায়েজ নেই। যে কোনোভাবে যৌথ পরিবারে পর্দা পালনে যথার্থ ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দেবর ভাসুরের সাথে সাক্ষাৎ যেন না হয়, এজন্য দেয়াল-বেড়া ইত্যাদির মাধ্যমে পর্দার বিধান নিশ্চিত করতে হবে। যদি সম্ভব না হয়, তাহলে পর্দার সাথে আলাদা থাকার ব্যবস্থা করতে হবে। তবু পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। (সুরা নুর-৩০)

অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ

তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে (সুরা নুর-৩১)

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের কাছে প্রবেশ থেকে সাবধান হও, এক আনসার সাহাবি বললেন, হে আল্লাহর রসুল। দেবরের বিষয়ে কী? তিনি বলেন, দেবর মৃত্যু (সহিহ আল-বুখারি ৫২৩২)


এই বিভাগের আরো খবর