মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন,চাঁদাবাজ খুনি ও টাকা
পাচারকারীদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাড়াবার সুযোগ দেয়া হবেনা ।বৃহম্পতিবার (২৪জুলাই) বিকেলে
বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশে মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে
গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গনসমাবেশে তিনি
বলেন, ৫ আগষ্টের পর বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশ ও ইসলামবিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের
প্রতিবাদে আমরা সর্বদা সোচ্ছার আছি। প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গনহত্যার বিচার, স্থানীয় সরকার নির্বাচনের
পর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান বক্তারা ।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল,
কেন্দ্রীয় নেতা প্রিন্সিপল মাওলানা আব্দুল মজিদ, জামায়েত ইসলামীর বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের
প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ
মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারী হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মোহাম্মদ ইউসুফ ইকবাল,
বাগেরহাট- ৪, আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, ইসলামী আন্দোলন
নেতা মাষ্টার রুহুল আমীন সরদার, উপজেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভার শুরুতেই বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে
সমবেত হলে সমাবেশ স্থান কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। সমাবেশ চলাকালিন প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজেও
নেতাকর্মীরা দীর্ঘক্ষন বসে প্রধান অতিথির বক্তৃতা শুনেন।