মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ:পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় মৃতের মা বাদি হয়ে সোমবার থানায় হত্যা মামলা করেছেন। মামলা নম্বর-১৪।সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনায় নিহতের স্বামী উপজেলার মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারদের অন্যরা হলেন- মতিউর রহমান ও আরিফ হাওলাদার।জানা যায়, গত শনিবার (১৯ জুলাই) বিকেলে স্বামী মাহবুবসহ ২/৩ জনে স্ত্রী তানিয়াকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে এবং গলার বাম পাশে কালো দাগ দেগে পুলিশে খবর দেন। স্ত্রীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বামী ও সহযোগিরা লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।মির্জাগঞ্জ থানার ওসি মো: নজরুল ইসলাম বলেন, ‘নিহত তানিয়া বেগম হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের মূল রহস্য বের হয়ে যাবে।’