সর্বশেষ :
অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সুষ্ঠু, নিরপেক্ষ ও সময়মতো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “নির্বাচন যেদিন বলা হয়েছে, সেদিনই হবে—একদিনও পিছিয়ে দেওয়া হবে না।” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টেডএক্স আয়োজনে অংশ নিয়ে শনিবার (১৯ জুলাই) তিনি এসব কথা বলেন।

কুমিল্লার ময়নামতিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ইভেন্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছাড়াও লেখক, শিল্পী, সাংবাদিক ও উদ্যোক্তাসহ একাধিক বিশিষ্ট বক্তা বক্তব্য রাখেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে শফিকুল আলম জানান, নির্বাচন নিয়ে দেশে কোনো অনিশ্চয়তা নেই। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচনই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। বর্ষা শেষে সারাদেশে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তরিক আলোচনার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, “বিভিন্ন দেশ এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে বহু বছর সময় নেয়, কিন্তু আমাদের দেশে অল্প সময়েই রাজনৈতিক ঐকমত্য তৈরি হচ্ছে। জুলাই সনদও দ্রুত আসবে।”

প্রেস সচিব আরও বলেন, “আমি জুলাইয়ের একজন সাক্ষী। এই জুলাই আমাদের দিয়েছে গোল্ডেন জেনারেশন, যারা গণআন্দোলনের মাধ্যমে হাসিনার মতো একজন স্বৈরশাসককে হটাতে পেরেছে। ৭১-এ এমন সাহসী প্রজন্ম ছিল না। কিন্তু এবার তরুণরা রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।”

তিনি দৃঢ়তার সঙ্গে জানান, নির্বাচন হবে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করেই। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এটি হবে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “সেখানে বা অন্য কোথাও, বাংলাদেশের সব মানুষই সমান। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গেই পরিস্থিতি সামাল দিচ্ছে।”

সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে এবং ধর্ষণের বিচারও আইন সংশোধন করে দ্রুত সম্পন্ন হয়েছে।

‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে আয়োজিত এই টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, গায়ক আসিফ আকবর, লেখক ডেলএইচ খান, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ ও এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন অংশ নেন।


এই বিভাগের আরো খবর