দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে মধ্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বেড়েছে। একইসঙ্গে উপকূলে বৃষ্টি কিছুটা কমেছে। আগামী কয়েক দিনে আবহাওয়া এ রকমই থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৮৮ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, শুক্রবার ঢাকায় বৃষ্টি কমতে পারে। এরপর আবার বাড়তে পারে। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে। এদিকে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।