সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বরাষ্ট্র উপদেষ্টার দেশজুড়ে চিরুনি অভিযানের ঘোষণা

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সারা দেশে অপরাধ দমনে চিরুনি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য বলে জানান তিনি।

কবে থেকে চিরুনি অভিযান শুরু হবে— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অভিযান শুরু হচ্ছে রোববার (১৩ জুলাই) থেকেই। তিনি জানান, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী কোনো কর্মকাণ্ড সরকার কঠোরভাবে দমন করবে।

একইসঙ্গে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সোহাগ হত্যাকাণ্ডের বিষয়েও সভায় বিশদ আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা এ হত্যাকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, এমন নৃশংস ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, মিটফোর্ড হত্যা মামলায় বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শৈথিল্য ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি সাফ জানিয়ে দেন, অপরাধী যে দলেরই হোক না কেন, রাজনৈতিক কিংবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।

সভায় আরও জানানো হয়, খুলনায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সারাদেশে ঘটে যাওয়া অন্যান্য হত্যাকাণ্ড, সহিংসতা, চুরি, ছিনতাইসহ সব অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণেরও ভূমিকা রাখার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং কোনো ঘটনা ঘটলে দ্রুত তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

মিটফোর্ড হত্যাকাণ্ডের বিষয়ে উপদেষ্টা বলেন, সোহাগ নামে এক ব্যবসায়ীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে, মাথা থেঁতলে হত্যা করা হয়। মাত্র ৩২ বছর বয়সী সোহাগ মিটফোর্ড এলাকায় পুরনো তারের ব্যবসা করতেন। নৃশংস এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সংগঠন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছে।

পুলিশ জানায়, মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। মামলায় নাম আসায় বিএনপি, যুবদল ও ছাত্রদল ইতোমধ্যে তাদের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপরভাবে কাজ করছে। তিনি বলেন, “ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে।”

গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে ছয়জনকে ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে এবং ঢাকার বাইরে পালিয়ে থাকা বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “অপরাধী অপরাধীই, সে যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।”

সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা এবং নৈতিক স্খলনকেই দেশে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে চায় সরকার। তবে নির্বাচন কমিশন কবে তারিখ দেবে, তা তাদের এখতিয়ার। রোজার আগে বা পরে নির্বাচন হতে পারে বলেও জানান তিনি।

মিটফোর্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওই দিন কেউ পাশের আনসার সদস্যদেরও ডাকেনি। তবে এক্ষেত্রে কাউকে দোষ দিচ্ছি না।”

অপরাধীরা গ্রেপ্তার হলেও তারা জামিনে মুক্ত হয়ে যাচ্ছে— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে করণীয় ঠিক করতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে।


এই বিভাগের আরো খবর