বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রেয়ারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বেলা ১১টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্য এবং চলমান শুল্ক আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। উভয় পক্ষই অভিন্ন সুবিধার জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় বৈঠক গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। আলোচনাগুলো বিস্তৃত ছিল, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব মূল দিকই প্রাধান্য পেয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। বৈঠকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, ইনোভেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইনভেস্টমেন্ট এজেন্সিসহ যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে যোগ দেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ফের বৈঠকে বসেছে দুই পক্ষ। গতকাল শুক্রবারও আলোচনা হওয়ার কথা রয়েছে।