ভারী বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি বাতিল হয়ে গেছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল টেক্সাস সুপার কিংস ও ওয়াশিংটন ফ্রিডম। টস হলেও লাগাতার বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। কিন্তু ম্যাচ বাতিল হলেও ফাইনালে চলে গেছে ওয়াশিংটন। এ নিয়ে টানা দ্বিতীয়বার এমএলসির ফাইনালে উঠলো দলটি। অন্যদিকে ফাইনালে উঠতে টেক্সাসকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ভক্তদের কারো কারো মনে প্রশ্ন, কোন নিয়মে ফাইনালিস্ট ঘোষণা করা হলো ওয়াশিংটনকে? আইপিএলের মতো এমএলসির নিয়মে বলা আছে, লিগ পর্বের খেলা শেষে যে দুই দল টেবিলের শীর্ষে থাকবে, তারা প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকবে না। কোনো কারণে ম্যাচ বাতিল হয়ে গেলে যে দল এক নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছিল, তারা সরাসরি ফাইনালে চলে যাবে। এই নিয়মেই ম্যাচ না খেলেও ফাইনালে চলে গেছে ওয়াশিংটন। গত মঙ্গলবার খেলা শুরু হওয়ার ঠিক কয়েক মিনিট আগে বজ্রবিদ্যুত নিয়ে সতর্কতা জারি হয়। ঝড়ের পর ভারী বৃষ্টিপাত শুরু হয়। এরপর মাঠকে খেলা উপযোগী করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখন টেক্সাস দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরের বিজয়ী দলের। আজ বৃহস্পতিবার এলিমিনেটরে মুখোমুখি হবে এমআই নিউ ইয়র্ক ও সানফ্রান্সিসকো ইউনিকর্নস।