বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুধবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গতকাল বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর মুহুরী ও ছোট ফেনী নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজী উপজেলার কমপক্ষে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া টানা বর্ষণের কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলো ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে বিভিন্ন অফিস-আদালতও।


এই বিভাগের আরো খবর