বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মালয়েশিয়া সফরে পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কুয়ালালামপুরে ৮-১১ জুলাই পর্যন্ত এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সফর শেষে আগামী ১২ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে মো. তৌহিদ হোসেনের। এআরএফ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সমপ্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তাদের মধ্যে কেউ জঙ্গি সংশ্লিষ্ট কি না জানতে চাইলে গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তাদের হয়তো ছোট কোনো দলের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারও জঙ্গি সংশ্লিষ্টতা থাকে, আমরা এ ব্যাপারে মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করবো।


এই বিভাগের আরো খবর