মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক’র এনগেজ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন কোডেক মোরেলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকতিায়ার হোসেন।
বিষয়ভিত্তিক আলোচনা করেন কোডেক এর সিনিয়র ম্যানেজার পারসা সানজালা,ফোকাল পার্সন মাহবুবুর রহমান, নেট্জ এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, এনগেজ প্রকলেবপর সমন্বয়কারি আলিয়া মান্নান জগনু।