নির্বাচনী প্রচারণা উপলক্ষে বুধবার বিকেল ৪টায় বারইখালী ইউনিয়ন পরিষদ মাঠে সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসানের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ছাত্রদলের সভাপতি, বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম-অহŸায়ক সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বারইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, বিএনপি নেতা আব্দুস শহিদ মোল্লা, প্রভাষক জাকির খান, রিয়াজ হাওলাদার, রিয়াজুল রহমান, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিএস রিপন, শিক্ষক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম ফরাজী, যুবদল নেতা নাইম হোসেন লিটনসহ ৯টি ওয়ার্ডে সভাপতি ও সম্পাদক বক্তৃতা করেন।
কর্মীসভায় সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসান বলেন, রাজনীতি করতে এসে বিকেল বিসর্জন দিতে আসেনি। বিগত দিনে দলের জন্য মামলা হামলা জেল খেটে জীবনের অনেকটা সময় পার করছি। পরিবারের জন্য সময় দিতে পারেনি। দুঃসময়ে কর্মীদের পাসে থেকে সার্বক্ষনিক কর্মীদের চিন্তা করেছি। কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এ ভার তৃনমুল কর্মীদের কাছে রেখে গেলাম।