মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বারইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপি নেতা কজী খায়রুজ্জামান শিপন আনুষ্ঠানিকভাবে স্থানীয়দের মাঝে চারা বিতরণ করেন। পরে তিনি পরিষদ চত্বরে নারকেল গাছের চারা রোপন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম রসুল বাবুল। অন্যান্যের মধ্যে আলেঅচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু, ফকির রাসেল আল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।