বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে বললেন, “দেশের মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না। এছাড়া প্রধান উপদেষ্টার কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। আগামী নির্বাচনের আগে অতীতের গণহত্যাকারীদের বিচারের দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।”
গোলাম পরওয়ার আরও যোগ করে বলেন, “ইসলামী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
মহাসমাবেশে অংশ নিতে দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত হয়। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি প্রতিনিধিদলও সমাবেশে যোগ দেয়।
‘রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন’ এই তিনটি দাবিকে সামনে রেখে মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এছাড়াও এ সমাবেসে ইসলামি আন্দোলন বাংলাদেশ ১৬ দফা দাবি ঘোষণা করেন।
সকাল থেকেই সমাবেশস্থলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন, আর মূল অনুষ্ঠান শুরু হয় দুপুর ২টা থেকে।